অসফল সাঁঝলি :- দেবযানী ঘোষাল

অসফল সাঁঝলি :-

দেবযানী ঘোষাল

হামি মুখ্যু মেয়ে মানুষ আনছি।
তুমাদের মুতো শিক্ষিত মানুষের রাজনীতি অত বুঝিক লাই।
এক রক্তের সম্পর্কে যখন ভাটার টানে শুখাই গেছে মণডার শীতল বাসনা,
অখন ভাবতেছিলাম আপনাদের মুতো কিছু অজানা অচেনা মানুষ আপন হইবেক।
বড় বুকা আমি।
কেউ যে কারু লয়!
তা রাতের শ্যাষে ট্যার পাই।
আগে যদি বুঝতে পারথম
তাবাদে ঐ সাঝলির মত মেইয়েটারে
ঐ মিনসের ধারে কাছে ঘেষতে দিতাম লাই।
মাইধ্যমিকের পথথম হবার ফল দেইখে ও মিনসে বইলেছিল,
এই গরীব অবস্থা আর সাঝলিরে সইতে হইবেক লাই।
একখান সম্মান যোগ্যি কাম দিবেক।
তা না কইরে ঐ মিনসে মিষ্টি কথায় ভুলাই
সাঝলির মণ কাড়লো।
হাভাতা ঘরের মাইয়ে।
ওরা জানে নিজেকে বাঁচাইতে।
যেদিন ঐ মিনসের শরীলের দিকে নজর পরলো সাঝলির,
জানলো সাঝলি মন লয় মন লয়।
শরীলের লোভে কামের লোভ দেখাইছিল মিনসে।
তেজালো মনডা ঝলকে উঠেছিল সাঁঝলির।
চোখ দুখান দিয়ে যেন গমগমা আগুন ঠিকরে পরছিল ।
বিশ্বাসটাকে এইভাবে মাটি চাপাই দিল?
অত শিক্ষিত সে?
একটু একটু কইরে নিজেকে গুটায় নিছিলো সাঁঝলি।
সেই মিনসে জানলো,
সাঁজিল যাকে তাকে শরীল দিবার লগে জন্মায় লাই।
সাঁঝিল শরীল বেইনচে পয়সা কামানোর মেইয়ে লয়।
আর আসে না সেই মিনসে সাঁঝিলের মনের ঘরে।
বোধ হয় তেষ্টা মেটায় অন্য কোন খানে।
পায় নাই সে মিনসে সময় কালে শরীলের সুখ।
সে কথা মনে করে ডুকড়ে ওঠে সাঁঝিলের ভাঙা মনডা।
নিজেকে বড় ছোট লাগে সাঁঝিলের।
হাড় হাভাতা ঘরের মেইয়ের মন কি আর
শিক্ষিত বাবুর পড়ার সময় আছে??
এ যেন এক অন্য নির্ভয়া,
এ যেন এক অন্য মণিষার গল্প।
যাদের মন বলাৎকারের গল্প নিউজ পেপাদের হেডলাইন হয় না।
বেঁচে যায় শরীর।
পোড়ে শুধু ধিকি ধিকি অমূল্য বিস্বস্থ মন।
ধোঁয়া হয়ে আকাশে বিলীন হয় না পোড়া মনের দহন।
বুকের মধ্যে আগলে রাখে স্বযত্নে
নীলাভ হৃদয়ে বেগুনী আবিরের সুবাসে।।

দেবযানী ঘোষাল
23/03/2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *