#অনুভূতি…… কলমে_ মহুয়া গাঙ্গুলী…
#অনুভূতি……
কলমে_ মহুয়া গাঙ্গুলী…
সবই সেই জোয়ার ভাঁটায় সূর্য চন্দ্র অবস্থানের উপর..!
খুব ভাল্লাগে না আদুল গা’এর উপকথা জানতে….!
আমিও মাঝেমধ্যে বোবা ভাষার রহস্য উন্মোচনে কৌতুহলী..
কতকটা কালের কণ্ঠ কতকটা অনুভবের বৈভবে পথিক পথ চিনে রাখে এক অনুভূতিতে অনুরণনে….
স্তন্যপায়ী ঠোঁটগুলো আজ ভীষনভাবে আসক্ত !
প্রয়োজন ছাড়াই পানীয় হয় সবরকমের সময় ;
হেমলক পাত্রের গায়ে মাখামাখি গন্ধসুখ…
সমস্ত শরীর পান করেই খোঁজে পিচ্ছিল নাভিমূল জন্ম জঠরখানি !
সেখানেই যে চোখ বোজার সেই নিরন্তর অসুখ..
ভুলিয়ে দেওয়া সময়কে নিয়েই সে এক অসুখের সুখ…..✍️মহুয়া