অলীক কল্পনা —- কলমে: ঊর্মি পান্ডা
শিরোনাম:অলীক কল্পনা
কলমে: ঊর্মি পান্ডা
31/03/2021
মনে করো আমি হারিয়ে গিয়েছি,
ইতিউতি তুমি খুঁজেছো আমায়,
আমি চুপচাপ আড়ালেতে বসে,
দেখে চলি তুমি খুঁজেছো কোথায়।
সেই যেখানে পুবের দ্বারে
সকাল বেলা সূর্য ওঠে,
অথবা যেখানে রাতের বেলায়,
আকাশ জুড়ে তারারা ফোটে।
দুপুর গড়িয়ে বিকেল হলে,
ধীরে ধীরে আসা গোধূলি সাঁঝে,
আমায় তুমি খুঁজেই চলেছো,
একটা দু’টো তারার মাঝে।
খুঁজেছো আমায় পলাশের বনে,
পাখিরা যেখানে কলতান তোলে,
খুঁজেছো হয়তো পথিকের বেশে,
দুইখানি পথ যেইখানে মেলে।
খুঁজেছো আমায় পাহাড়ে সাগরে,
খুঁজেছো সবার দুয়ারে দুয়ারে,
অথবা কোন সে মরুর মাঝারে,
খুঁজেছো আমায় বালু প্রান্তরে।
এসব জানি গো কল্প আমার,
কল্প তো শুধু গল্প ই হয়,
তবু কেন তুমি খুঁজবে ভেবে,
অকারনে শুধু মন খুশি হয়।
মনের পাখাতে ভর করে তাই,
অকারনে শুধু হারাই নিজেকে,
একবার শুধু খুঁজো মোরে তুমি
এই অনুরোধ করি তোমাকে।