একতরফা ভালোবাসা শুধু কষ্ট** **দিয়েই যায়…** কলমে:- সুব্রত মিত্র
**একতরফা ভালোবাসা শুধু কষ্ট** **দিয়েই যায়…**
কলমে:- সুব্রত মিত্র
কাউকে ভালবেসে তাকে না পেয়ে কষ্ট পাচ্ছ!
যে মানুষটা তোমায় ভালোই বাসে না তার জন্য কিসের কষ্ট পাওয়া??
বরং কষ্ট যদি পেতেই হয় যে তোমাকে ভালোবাসে তার কষ্টে কষ্ট পাও, তার দুঃখে দুঃখি হও।
দেখবে এই কষ্ট-দুঃখ পাওয়াতেও একটা অন্যরকম তৃপ্তি আছে।
যাকে ভালোবেসে ফেলেছ তাকে জানানোর পরেও সে যদি তোমার ভালোবাসায় সাড়া না দেয়, তাহলে তাকে এক মুহূর্তে তোমার মন জীবন থেকে ছুঁড়ে ফেলে দাও।
কারণ যতক্ষণ তুমি তাকে মনে রাখবে ততক্ষণ তোমায় ভালোবেসে তোমার জীবনে যে আসবে তাকে তুমি তোমার মনে জায়গা দিতে পারবেনা।
মনে রেখো একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায়না। শুধু কষ্ট দিয়েই যায়।
তাই নিজেকে ভালো রাখতে একতরফা ভালোবাসা থেকে বেরিয়ে আসতেই হবে।