তোমাতে লুকিয়ে রাখা তুমিকে… দুলাল কাটারী

তোমাতে লুকিয়ে রাখা তুমিকে…
দুলাল কাটারী
তোমার তোমাতে লুকিয়ে রাখা তুমিকে লুকিয়ে দেখি আমি…
পেয়েছি তোমায়
আর সঙ্গে তোমার ঠান্ডা অভিমান।
তোমারই নামে বাতাস বইতে শুরু করে প্রতি বসন্তে।
না বলে জড়িয়ে ধরা আধো আধো ভালোবাসা
শুশনি পাতার নাকছাবির বুক বেয়ে গড়িয়ে পড়ার আগেই,
কবর খুঁড়বে তোমার চোখে।
কিছুই তো বলো না
তবে বলিয়ে নিতে পারো বাঁকা চোখে মুচকি হেসে,
আমার আগলে রাখা বাঁধ ভেসে।
তবুও যেন থেমো না, থেমেছে চাঁদনি তোমারই রূপে;
এ বাসন্তী সন্ধ্যায় তোমার উঠোনের ফাঁকে।
তোমাতে খুঁজে বেড়াই তোমার লুকিয়ে রাখা তুমি টুকু,
আর সম্মানের সঙ্গে সযত্নে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখি উপহারে পাওয়া শুধুই তুমি টুকু।
একটা গোটা পৃথিবী যদি তোমার থাকে
তবুও বাঁচতে চাই একমাত্র তোমারই চোখে।
তাই আজ সাজো সাজো রবে
বাজো হে বাজো হৃদয় বীণা।
একজন মানুষ, একজন বন্ধু,আর একজন তুমি’ই তো চাওয়ার ছিলো…
খুশির কারণ তুমি,
তাই দুঃখের ছায়া ছোঁবে না আর।
যেদিন মুছে যাবে তোমার হাসি মাখা মুখের ছবি
সেদিন জীবনও সমাপ্তি ঘোষণা করবে আমার,
নইলে খুবই যন্ত্রণাদায়ক হবে শরীরে জীবন রাখা…