কিংশুক কিংখাবে ***-*** সীমা সান্যাল

কিংশুক কিংখাবে
***-***
সীমা সান্যাল
——————+
হিংসুক কিংশুক এলোমেলো
কার কথায় কি এলো গেলো?
তুমিও পলাশ মাখো
শিমুলে জড়াও
ঝাপসা চোখের নাও
ভাসাও রঙের নিশানায়।
গোটা ফাগুয়া গায়ে মেখে
বসন্ত সাজাও।
কেও না মানুক, তুমিতো জানো
পদাবলী লেখে খামচে ধরা সুখ
ঘর বেঁধেছে চিরবসন্ত
তোমার চোখের পাতায়
গেলো পলাশপাতায় জড়ানো
গোপন কথা
চিঠি হয়ে
বসন্তের বুকে সমাদরে
শুধুই রাঙাক
চিরসবুজ মন প্রান্তরে।
বলবো ভেবেও সব বলা কি যায়?
এ বসন্ত প্রেম কারুর একার দায় নয়।