” পলাশ প্রেম” কলমে— নীরা মিত্র
” পলাশ প্রেম”
কলমে— নীরা মিত্র
লাল মাটির ঐদেশেতে
পলাশ শিমূল ডাকে রে,
অামের গাছে বোল উঠেছে
রবি গানের সুর ডেকেছে…
বাউল বাউল করে মন
একতারাতে সুরের অাগুন,
কোকিল ডাকের মিষ্টি সুর
পলাশ ফুলের অাগুন রূপ…
সোনাঝুরির হাটের মাঝে
বাউল গান অার নাচের তালে,
বাতাসে অাজ বাসন্তী ছোঁয়া
গোধূলি হয়েছে রঙেতে ধোয়া…
ফাগুন রঙা অাগুন ঝড়ে
প্রেমের সুরে গাইবো সবে,
অাজকে সবাই রঙীন হবো
পলাশ ফুলে র প্রেমে জড়াবো…