উচ্চ মাধ্যমিকে ৪৬৯ নম্বর পেয়ে শত দারিদ্রটাকে পিছনে ফেলে এক নজির তৈরি করলো হিলির স্নেহা চক্রবর্তী

২৭শে মে, হিলিঃ উচ্চ মাধ্যমিকে ৪৬৯ নম্বর পেয়ে কলা বিভাগ থেকে হিলি গার্লস হাইস্কুলের ছাত্রী স্নেহা চক্রবর্তী নজির তৈরি করলো দক্ষিন দিনাজপুর জেলায়, এবার মেয়েদের জেলায় মধ্যে ৪৮১ নম্বর পেয়ে প্রথম হয়েছে বুনিয়াদপুর হাইস্কুলের ছাত্রী তাবাসুম। সেইখানে স্নেহা পরিবারে শত দারিদ্রটাকেও পিছনে ফেলেও এমন সাফল্যে খুসির হাওয়া এলাকায়। বাবা শেখর চক্রবর্তী সামান্য ব্যাবসা করে সংসার চালান। স্নেহা ও তার ছোট বোন  দুইজনেই বরাবর পড়াশুনায় ভালো। স্নেহা মাধ্যমিকেও ৬২১ নম্বর পেয়ে পাশ করেছিলো। এবার তার এই সাফল্যে খুসি বিদ্যালয় থেকে তার পরিবারের লোকেরা। বাড়ীর সংসারের নানা কাজ সামলে পড়াশুনা করতো বলে জানান স্নেহার মা সীমা চক্রবর্তী। হিলির সুপারি পট্টীর বাসিন্দা স্নেহাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় বড় হয়ে সে শিখিকা হতে চান। এবং পরিবারের পাশে দাঁড়াতে চান। তার বাবা খুব কষ্ট করে তাকে পড়াশুনা করিয়েছেন। বাবা শেখর চক্রবর্তী বলেন স্নেহা বরাবর পড়াশুনায় ভালো, তাই সে শত কষ্ট সহ্য মেয়ের পড়াশুনা করাছেন। যদি কোন সাহায্য পান তবে আগামীতেও উচ্চ শিক্ষা মেয়েকে দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *