আজই ফলপ্রকাশ CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার

২রা মে, দিনাজপুর ডেইলি ডেস্কঃ কথা ছিল পরীক্ষার ফর প্রকাশ হবে মে মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু আচমকাই মত বদল করল CBSE বোর্ড।২০১৯ সালের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফল ২ মে ঘোষণা করা হবে তা বৃহস্পতিবারই জানাল বোর্ড।

CBSE বোর্ডের তরফে দুপুর ১২.৩০টায় একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ এপ্রিল শেষ হয় সব শাখার পরীক্ষা। এত দ্রুত এর আগে কখনও ফলাফল প্রকাশিত হয়নি। এ বছর পরীক্ষায় বসেছিল ১৩ লাখ পরীক্ষার্থী।

দেশের মধ্যে পাশের হারে সর্বোচ্চ ত্রিবেন্দ্রমে ৯৮.২%। চেন্নাইয়ে ৯২.৯৩% এবং দিল্লিতে ৯১.৮৭%। হংসিকা শুক্লা এবং করিশ্মা আরোরা CBSE ক্লাস ১২-এ সেরা হয়েছে। দু’জনেই ৪৯৯-এর কাছাকাছি নম্বর পেয়েছে।

পরীক্ষার্থীরা ফল জানতে লগইন করতে পারে cbseresults.nic.in এবং cbse.nic.in ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *