“তবু রবীন্দ্রনাথ” রাকা ভট্টাচার্য্য

“তবু রবীন্দ্রনাথ”
রাকা ভট্টাচার্য্য
এ ঘোর আঁধারে তবুও তুমি আছ রবীন্দ্রনাথ
উজ্জ্বলতর সৃষ্টি আলোয় আলোকিত কর রাত।

পহেলগাঁও এর হত্যা যেন জালিয়ানওয়ালাবাগ
ধর্ম তিমিরে মানুষ আজও কিছু ক্ষুধার্ত বাঘ।

সংগ্রামে বাণী সম্মানে মানি ভারতের কবি তুমি
সঙ্কোচের-ই বিহ্বলতা অপমান সম জানি।

আঁধার পথে একলা চলার মন্ত্র জাগাও কবি
বহ্নিঘাতের অস্ত্র আনবে নতুন ভোরের রবি।

অগ্নিবীনায় কাঁপায় আকাশ বীর যত সৈনিক
ঝড়ের রাতেও সুদর্শন এক সূর্য ওঠাবে ঠিক।

চারুলতাদের কথা জানালাম ব্যোমিকা সোফিয়া করোশি
ঘরে বাইরের সমান যোদ্ধা করি শুধু কুর্নিশ ই।

ভ্রাতৃত্বের বন্ধনে আজও পাশাপাশি সব আছি
ভারত সবার একটাই জাত ভারতবাসী ই বুঝি।

শত্রুকে তবু রুখতেই হবে ধর্ম অহং ভুলে
আগুনখানির পরশমণি ছোঁয়াও প্রাণের কূলে।

আনন্দলোকে মঙ্গলালোকে দীপ্ত ভারতভূমি
সুন্দর আর সত্যের তরে রবির চরণ চূমি।
০৯, ০৫,২৫

বিঃদ্রঃ:– সমসাময়িক কবিতা, রবি গানের দু এক কলি,ও আমার কিছু সৃষ্টি ফুল রবি ঠাকুরের চরণে দিলাম অঞ্জলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *