তৃতীয় পান্ডব ✒️✒️ গীতালি

তৃতীয় পান্ডব

গীতালি

অর্জুন, তুমি  অর্জুন?
কৃষ্ণের হাতে গড়া তুমি,
এক অক্ষয় চরিত্র?

জীবন তোমার পরীক্ষা নিয়েছে
বারবার।
সে পরীক্ষায় তোমার
হৃদয়ের সদ‍্য ফোটা কুসুমগুলি
নিষ্পেষিত হয়েছে, দলিত হয়েছে।
তৃতীয় পান্ডব তুমি,
জগতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর তুমি,
বাহুবলে তুমি  অজেয়।
সে কারণে পান্ডুবংশে যত যুদ্ধ..
সে দায়িত্ব তোমার, শুধু তোমার।
সামান্য ব্রাহ্মণের গোধন রক্ষার্থেও
অপর পান্ডবরা ভূমিকাহীন।
তুমি শুধু নিয়েছ সে ভার!

ব্রাহ্মণ বেশে জয় করেছিলে দ্রৌপদীকে।
যে মালাখানি কন্ঠে ছিল তার,
সে তো তোমারই অর্পিত।
অগ্নিকন‍্যার আড়চোখে তোমায় দেখা,
তোমার  হৃদয়ে
জ্বালিয়েছিল প্রথম প্রেমের প্রদীপ।
তুমি  কি ভেসেছিলে তারই সাথে
একই আশার স্বপনে,
একই ভালোবাসার দহনে?
দু জোড়া দৃষ্টির বিনিময়ে
প্রেম কি ধরা দিয়েছিল তিলেকের জন‍্য?

বিনষ্ট সে প্রেম
মাতৃআদেশে, এক মুহূর্তে
অন্তর্হিত হল তোমাদের সদ‍্য গড়ে ওঠা স্বপ্ন।
বীরভোগ‍্যা নিমেষে পঞ্চপান্ডবের ভোগ‍্যা !
হায় রে নিয়তি….

কর্তব‍্যের ভারে দীর্ণ অর্জুন
তুমি ভুল করে বসলে আবার?
অভিশপ্ত জীবনের ভারে
বনবাসী হতে হল তোমায়?
অগ্নিকন‍্যার সে দৃষ্টি
তুমি কি দেখেছিলে পার্থ?
কি ছিল সে চোখে?
বিজয়ীর পরাভবে সে চোখে আগুন ছিল কি?

কৃষ্ণসখা তুমি।
তারই রচনা তোমার সমগ্র জীবন।
ভালোবেসে,সখা তোমায়
আপন হৃদয়ে
চিরবন্দী করেছিল।
তাই তুমি রহস‍্যজালে বন্দী রইলে চিরদিন।

নারীর শক্তি তুমি ভোগ করেছ।
উলুপী, চিত্রাঙ্গদার মত
স্ত্রী শক্তি
তোমার বাহুলগ্না হয়েছে।
মুহূর্তভরে তোমার প্রেমে তাদের
অবগাহন।
মাতৃত্ব বন্ধুত্ব সখীত্বের সম্ভারে
তোমার জীবন নানাভাবে পরিপূর্ণ হল।
মনের গহনে সেই যাজ্ঞসেনীর ছায়া
তবু বারবার তোমাকে আকুল করেছে।
সুখের কাননে সেই আঘাত,পার্থ,
তোমাকে ক্লান্ত করেনি কি?

কৃষ্ণের সুচতুর অভিলাষে
সুভদ্রা হরণে
লিপ্ত হয়েছ তুমি, অর্জুন।
তাকে পত্নীত্বে বরণ করে
ফিরেছ তুমি অভিশাপ অতিক্রান্ত হয়ে।
নিষ্পাপ সুভদ্রার মাঝে
পেয়েছ আপন দয়িতাকে।
তবু, তবু সেই কাজলকালো চোখদুটির
কী বিপুল আকর্ষণ!

দ্রৌপদী, যে ছিল তোমার জয়ের স্বাক্ষর
তার সম্মুখে দাঁড়িয়ে
তুমি বিপন্ন কেন অর্জুন ?
তার আঁখিতে রোষবহ্নিটুকুই তুমি দেখেছ?
সে দৃষ্টির আড়ালে যা ছিল,
সেই নীরব ব‍্যাকুল প্রেমার্তি
তোমার মন ছুঁয়ে গেল না?
অগ্নিকন‍্যার আগুন চোখে যে প্রেম ছিল,
তাকে উপেক্ষা করলে অর্জুন?

কৃষ্ণসখা তুমি।
এ কাহিনীও তাই তারই পরিকল্পিত।
তোমার প্রেমে পরাজয় তো অনিবার্য।।
********************  গীতালি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *