সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা

সম্পাদকীয়
ফেব্রুয়ারি নামের পাশাপাশি বাঙালির জীবনে চিহ্নিত হয় এটি ভাষার মাস হিসেবে। এই মাসটি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরবোজ্জ্বল। পৃথিবীর একমাত্র জাতি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল,যা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত।
এই ভাষার মাসে আমরা হারালাম ভবানীপ্রসাদ মজুমদার কে! তিনি বাংলা ভাষার প্রতি সচেতন হয়েই বাঙালির মনস্তত্ত্ব নিয়ে প্রায় ২০ হাজারের বেশি ছড়া লিখেছিলেন। একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন।
বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এযাবৎকাল। সহজ, সরল ছন্দে লেখা ছড়াগুলি শিশুদের কাছেও অতি গ্রহণযোগ্য ছিল।
ভারতীয় কবি, সাহিত্যিক, গণতন্ত্র আন্দোলন কর্মী এবং শিক্ষাবিদ এমন বহুমুখী প্রতিভার মানুষকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। সৃষ্টির মধ্যে দিয়ে তিনি থেকে যাবেন আমাদের মাঝে।
বিভিন্ন আঙ্গিকের লেখা পাচ্ছি আমরা দিনাজপুর ডেইলি বিনোদন বিভাগীয় পোস্টে। অনুরোধ রাখলাম যাঁরা ধারাবাহিক লেখা দিচ্ছেন, অবশ্যই প্রতিটি পর্বে একইভাবে শিরোনাম, পর্ব সংখ্যা এবং অবশ্যই নিজের নাম উল্লেখ করবেন। আর একটি অনুরোধ, শুরু থেকে আজও বলছি, পরস্পর পরস্পরের লেখা পড়বেন।
এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন।
শুভকামনা ভালোবাসা সহ ——–
গীতশ্রী সিনহা।

1 thought on “সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *