প্রতীক্ষা

সুনৃতা রায় চৌধুরী

বহুদূরে চলে গেছে বিগত বসন্তের উচ্ছল দিন
সাদা রঙে বিলুপ্ত লাল নীল সবুজের খুশি বর্ণালী
জরতী চাঁদের বুড়ি চরকায় তোলে তার একঘেয়ে সুর
রেণু রেণু জরা ধরে বিশ্বচরাচরে।
পরিযায়ী পাখিগুলি পাড়ি দিল উষ্ণতার খোঁজে
নির্জন পথবাট রুদ্ধ বাতায়ন দুয়ার
ততোধিক বদ্ধ শূন্য একাকী সে মন
ফিনফিনে অভিমান জমাট বেঁধেছে আজ হিম হিম শীতে
অস্পষ্টতার মাঝে কঠিন কঠিনতর জমে আছে বুকে
কূজনহীন বর্ণহীন দিন যাপনের পাপক্ষয় প্রতিদিন
রাতচরা পরীদের সাদা ওড়না
ছুঁয়ে থাকে ঝিল্লিহীন নৈঃশব্দ্যের নির্ঘুম রাত
প্রতীক্ষার অন্য প্রান্তে
কলরব মুখরিত পাখিদের নীড়ে ফেরা ভোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *