বসন্তের উষ্ণ কাঁপন

©অতসী চক্রবর্তী ঠাকুর

ছেঁড়া পৃথিবীতে স্বেচ্ছাচারী আর বিশ্বাস ঘাতক ক্রমশ হাত বদলায় একে অন্যের
অপেক্ষার গায়ে জড়িয়ে থাকে জীবন্ত বাতাস বেঁচে থাকার

তোমার কল্পনায় শরীরের হাতছানি
ভালোবাসার চোখে ধুলো
শব্দের আত্মায় ফুল ছড়িয়ে কলঙ্ক মোছে চশমার কাঁচ

শহরের উষ্ণ আদরে গান ধরেছিল শেষ বসন্ত

রূপকথারা নদীর জলের মতো
শব্দ জ্বালে সন্ধ্যা আরতি
নিবিড় বাতাস পারদ গলায়
অন্ধকারে ফোটা নীল পদ্মের প্রদীপ ই ভরসা

মেঘের ঘোমটায় নিবিড় কুয়াশারা তারাদের গায়ে সেঁক নেয় আরতির সন্ধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *