শ্রাবণ দেখব বলে **** মধুমিতা ধর

শ্রাবণ দেখব বলে
***************
মধুমিতা ধর

আকাশের সামিয়ানার নীচে
মেঘরাজ্যের অবাধ জলকেলি
নিয়ে যায় বহু বহু দূরে ফেলে আসা এক বসন্ত বিকেলে।
সে এসেছিল চুপিচুপি কিন্ত রেখে দিয়ে গেছে এক জীবনের অনিঃশেষ সুখ সান্নিধ্য।
তাই তো আজও ধূসর বেদনা মেতে ওঠে পলাশের লালে…

এক ঝলক স্মৃতির মত মেঘ জানালায় এসে বসলে তোমাকে মনে পড়ে।
দূরে পাইনের বন শন্ শন্ হাওয়া জড়িয়ে নেয় চুলে
দিনের মধ্যে বেশ কয়েক বার বৃষ্টি এসে খোঁজ নিয়ে গিয়েছিল
ভিজবে ভেবেও পাহাড় চূড়া অভিমানী মেয়ের মত নিজেকে দূরে সরিয়ে রাখে।
মুচকি হেসে একটা ভেজা শালিখ রঙ্গ দেখে….

শ্রাবণ দেখব বলে তোমার হাত ধরে বসে আছি আজও —
চায়ের টেবিলের দিব্যি দিয়ে বলছি, এমন দিন পেলে আবারো স্মৃতি থেকে বেরিয়ে মুখোমুখি বসব আমরা……

কবিতার আখরে আখরে জমে যাবে মজলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *