কান্না ✒️✒️ –উদয় ভানু চক্রবর্তী

কান্না ✒️✒️ –উদয় ভানু চক্রবর্তী

আমি যে কত কিছুই বলি তোমাকে, শোনাই কত সুখ দুঃখের কথা, বিরহ-
ধর, এই যে ওড টু অটাম,
ওড টু নাইটিংগেল, ওড টু..
তোমার গাল গড়িয়ে অশ্রু নামে,
চোখের জলে ভাসতে থাক তুমি, ভাসি আমিও-
একাকার জগৎ!
অথচ তুমি আরও বলতে বলো আরও,
আমি বলতে থাকি,
বলতেই থাকি;
যেখানে মৃত্যু স্থিত,
স্বপ্নরা হেঁটে বেড়ায় প্রকাশ্য পথে-
দিনে রাতে,
যেখানে ক্লান্তিহীন বীণায় শুধুই বেহাগ-

আমি কেঁদে ফেলি,
আমরা দুজনেই কাঁদি!

[কান্না] –উদয় ভানু চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *