The Born rebel ✒️✒️ কলমে /মৌসুমি

The Born rebel

কলমে /মৌসুমি

বিরোধী হওয়া এ সংসারে সহজ নয়।
কিন্তু সে ছিল স্বভাব বিদ্রোহী।।
সে অগ্নিময়,সে ঘরোয়া,সে তীব্র
ঝাঁকড়া বাবরি চুল দুলিয়ে
গাইতো যখন,
জাতের নামে বজ্জাতি সব,জাত জালিয়াৎ
খেলছে জুয়া,
তখন বাতাসে বিদ্রোহের আগুন ছড়িয়ে
পড়তো।।।

নজরুল মানে মহাক্ষত্রিয়,
নজরুল মানে সত্যের একনিষ্ঠ পূজারী।
হিন্দু নয়, মুসলমান নয়,
মানুষের হয়ে যিনি গেয়ে ছিলেন গান
তাঁর নাম নজরুল।।
মানুষের মধ্যে আছে ভগবান।
তাই কবি গেয়ে ওঠেন
খোদার ঘরে কে কপাট লাগায়,কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে,চালা হাতুড়ি শাবল চালা।।।
আজ যখন দেখি,
জাতপাতের লড়াইয়ে মাটির রঙ লাল
আপনার কথা মনে পড়ে নজরুল,
আপনার কথায় মনে হয়
মানুষেরে ঘৃণা করি
ও কারা কোরান,বেদ, বাইবেল,চুম্বিছে মরি মরি,।।

এক হাতে ছিল বাঁকা বাঁশের বাঁশরী
আর এক হাতে রণ-তূর্য।।
কি নাম দি আপনার, ঝিঙে ফুল
কখন আপনি, আজ সৃষ্টি সুখের উল্লাসে,
প্রলয়োল্লাস,রক্তান্বর-ধারিনী মা,আগমনী।।
আবার কখনো বিদ্রোহী, ফরিয়াদ,
মরণ বরণ, থেকে যুগান্তরের গান।।

নিজের সমস্ত চেতনা কে আপনি বিলিয়ে
দিয়েছেন।।
সত্য প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য,
বিদ্রোহ ঘোষণা করেছিলেন।।।
বলেছিলেন, বিদ্রোহের মতো বিদ্রোহ
যদি করিতে পারো,প্রলয় যদি আনতে পারো,
তবে নিদ্রিত শিব জাগবে -কল্যান আসবেই।।।

হে কবি আপনি চলে যাওয়ার
এতগুলো বছর পর ও
আমরা আজও সেই সাহস সঞ্চয় করতে
পারিনি।।
কলমে বিদ্রোহ নেই,সত্য কে ভীষন ভয় পায়
আপনার স্বাধীন ভারত।
কোন কলম যুবক দের ডেকে বলে না
চল,চল,চল
উর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরনী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চলে রে চল
চল চল চল।।

সেই উন্নত শির এবং সোজা শিঁড়দাড়া
আর একটি ও নেই।।
হে বিদ্রোহী কবি
আপনার চির উন্নত শির কে
আমার সেলাম, সেলাম, সেলাম
কবি আমার সেলাম।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *