“#নারীর_জীবন_প্রেরণা” ✒ Smrity Mallick Saha

“#নারীর_জীবন_প্রেরণা”
Smrity Mallick Saha

⚜️এই দেশ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন নতুন আলোক বর্তিকা নিয়ে আলো দেখাতে এলেন এক নক্ষত্র, ১৭৭২ সালের ৪ঠা ডিসেম্বর। ব্রাহ্মণ্যবাদের করাল গ্রাসে যখন সমাজের ত্রাহি ত্রাহি ডাক। যুবতী মেয়েদের মৃত্যু পথযাত্রীর সাথে বিবাহ দিয়ে দায় মুক্তির নিদান। সতীদাহর মত জঘণ্য আমানবিক প্রথায় তোপ দাগলেন রাজা রামমোহন রায়।

✨তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিংয়ের সহযোগিতায়, ৪ঠা ডিসেম্বর ১৮২৯।
এক জঘণ্য প্রথাকে চিতায় জ্বালিয়ে, ভারতবাসীকে নতুন সমাজের সন্ধান দিলেন, ভারতীয় XVII ধারায় আইনমাফিক সহমরণ প্রথা রদ হলো।

✨”আমি ভয় করবো না ভয় করবো না ” লড়াই করে মরবো এই ভাবে বাঁচবো না ! কাল বৈশাখী ঝড়ের মুখে সাহসী বনস্পতি রাজা রামমোহন রায় যেন মহারাজা ! মুকুটহীন রাজা নিভিয়ে দিয়েছেন সতীর চিতা।
পেয়েছে প্রাণ শত শত মায়ের কন্যা সন্তান ,
কেউ ভাবেনি আগে শোনে নি মর্মান্তিক সেই আর্তনাদের পীড়া “মা…আ..মা..য় বাঁচতে দা..ও.ও.ও আগুনে আমায় ফেলে দিও না তোমরা ” !
✨ ব্রাহ্মন্যবাদে কত নিষ্ঠুর কত অমানবিক হিংস্র প্রথা মুছে গেল চিরতরে । নতুন বউ সাজিয়ে লাল চেলি বেনারশীতে ঢাকঢোল বাজিয়ে চিরবিদায় ,
কচি কচি হাত পা বেঁধে আগুনে শুধুমাত্র সতী হলে পুণ্যি হবে ?

✨অনমনীয় শিরদাঁড়া আজও বড্ড অভাব। রাজা রামমোহন ,ঈশ্বরচন্দ্রের আধুনিক চিন্তায় আমরা আজ মাথা তুলে গর্ব করতে পারি সমান অধিকারের দাবি করতে, সাহসী হতে শিখেছি।
হে মহামানব সমাজ কিন্তু আজও কলুষিত। আরেকবার এসো…. স্মৃতি মল্লিক সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *