কবিতা: ” মেঘ ও মৃত্তিকা” ✒️ শিখা বিশ্বাস

কবিতা: ” মেঘ ও মৃত্তিকা”
শিখা বিশ্বাস
—————————————-
প্রবল উত্তেজনায় ভেসে বেড়াচ্ছিল মেঘেরা –
নির্দয় প্রেম হীনতায় পীড়িত ছিল মৃত্তিকা,
হঠাৎ -ই এক টুকরো মেঘ এসে প্রেম নিবেদন করলো মৃত্তিকাকে;
ঝরঝর বৃষ্টি রূপে এসে সে আলিঙ্গন করলো গভীর প্রণয়ে,
মৃত্তিকা হয়ে উঠলো গর্ভবতী!
সন্তান স্বরূপ জন্মালো শ্যামলিমা,
আশীর্বাদী হাত বাড়ালেন ঋতুরাণী,
শ্যামলিমা হয়ে উঠলো তরুণী!
একজন কবি হলেন প্রেমিক –
মুগ্ধ হয়ে তুলে নিলেন কলমখানি।
সাতা পাতার ভাঁজে ভাঁজে শ্যামলিমা হলো প্রণয়ী!
সেজে উঠলো সে হরেক সাজে…..
লিপিবদ্ধ হলো তাদের প্রেমকাহিনী!
সাক্ষী হয়ে রইলো পশু, পাখি, ফল ও ফুলেরা….
গাথা হয়ে রইলো মেঘ ও মৃত্তিকা!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *