আশ্বাস ✒️ ড: হিমাদ্রি সাহা

আশ্বাস
ড: হিমাদ্রি সাহা
শরীর থেকে গুটি বসন্তের অণুজীব খসে যায়
বাতাসের শরীর ভারি হয়ে আসে …
মোরাম ফেলা মাটির চোখে খচখচ করে অশ্রু দানা
প্রবল কর্ষণে ক্লান্ত চাষী ও অসহায় গরুটি
পুনরুদ্ধার করে হৃত জীবনের কিয়দংশ
রিক্ত পৃথিবীর তৈলচিত্রে তবুও অবনীন্দ্রনাথ এঁকে চলেন…
তবুও মাটির শরীরে বড়ো মায়ায় ছড়িয়ে থাকে পলাশের রঙ
শ্রান্ত নারীর স্তন শিশু নরম হাতে আঁকড়ে ধ’রে
পিপাসার দুধ পান করে প্রাণপণ
রিক্ত শরীরের মানচিত্রে পলাশ রেখে যায় লাল হলুদের গোপন আশ্বাস ……