তোমাকে চাই ✒️✒️ গীতশ্রী সিনহা

Pinky tied.hands images

তোমাকে চাই

গীতশ্রী সিনহা

অলৌকিক জ্যোৎস্না নেমেছে
চোখের পাতায়…
তুমিই প্রতীক বুঝি চাঁদের ইশারায়…
তোমাকে চাই আমি, চাই আমি আর্ত বৈশাখীর দিন
সমস্তক্ষণ নিজস্ব আগুনে পুড়তে পুড়তে
শুধু তোকেই চাই।
বর্ষণের মতো নেমে এসো তুমি
আমার মুখের দাহ৷, আতপ্ত স্নায়ুগুলির ওপর
ঝরে পড়ুক সান্দ্র জলধারা ।
আমি তোমাকে এভাবে পেতে চাই । শুধু তোমাকেই।
অস্থির অবগাহনে তুমি আমার কবিতা ।

গত রাত ছিল অন্য নিমগ্নতা। অন্বেষণ।
সাক্ষী থাকে ঘড়ির টিক টিক শব্দ,
রাতচরা পাখির উড়ান ,

পূর্বজানালায়, মায়াবী টেবিলে , ভোরে ঝরে পড়ে
কবিতার জন্য সাদা পাতার খোলা নীলরং কলম ।
কবিতার জন্য আমি জীবনকে গুছিয়ে নিতে পারি
রাত্রিময় আকাশে মিলনান্ত নীলে …

ফোন তুলতেই তুই বললি, ” কবিতা আজকাল কেউ
পড়ে না, কেউ শোনে না “!!!
তোকে বলে রাখি, “শুধু কবিতার জন্য অমরত্ব তাচ্ছিল্য
করতে পারি “…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *