#কবিতা : #তুমি_সত্যিই_থাকলে #নীহার_কান্তি_মন্ডল

#কবিতা : #তুমি_সত্যিই_থাকলে
#নীহার_কান্তি_মন্ডল

সেই কতকাল আগে
কিছু জ্ঞান-পিপাসু মানুষ
সৃষ্টির রহস্য সন্ধানে গিয়ে
ক্রমাগত ধাক্কা খেয়ে খেয়ে
একরাশ অমীমাংসিত প্রশ্নাবলীর
সমাধান করেছিলেন গোঁজামিলে
তোমারই অস্তিত্ব মহিমা গেয়ে।

আর কিছু ধান্দাবাজ
স্বার্থান্বেষী বুদ্ধিমান মানুষ
নিজেদের উদর-পূর্তি আর
অস্তিত্ব রক্ষার তাগিদে
তোমার অস্তিত্ব মেনে নিয়েছিল।
তোমাকেই জীবিকা-পণ্য করে
বহু লোক আজও বেঁচে আছে।

তুমি সত্যি সত্যিই থাকলে
বড়ো ভালো হোতো–
জীবনযাত্রার প্রতি পদক্ষেপে
(যাত্রাপালার মতো)
তোমার দৈব বাণী ধ্বনিত হোতো।

তুমি সত্যিই থাকলে
সেদিন তোমারই মন্দিরে
সেই ফুলের মতো দুগ্ধপোষ্য শিশু
নিস্পেষিত হোতো না,
তোমারই নামাঙ্কিত নামাবলী গায়ে
তোমারই মহিমা গুণগ্রাহী পাষন্ড পুরোহিত
পুরো-অহিত কর্মে লিপ্ত হতে পারতো না।

কিংবা —
তুমি সত্যিই থাকলে সেদিন
সেই মাতাল লম্পটগুলো
মেয়েটার শরীরে লৌহদন্ড
প্রবেশ করানোর আগে
তোমার ত্রিশূল বিদ্ধ করতো ওদের।

তুমি সত্যিই থাকলে
খরা বন্যা মহামারী
মানুষে মানুষে এতো হানাহানি
ধর্ম বর্ণের বিভেদ প্রাচীর
হিরোসিমা নাগাশাকি
শিশু-মৃত্যু, অকাল-বৈধব্য
কিংবা তোমাকে নিয়ে এতো ধর্মযুদ্ধ
সংঘটিত হোতো না যুগে যুগে।

(তুমি সত্যিই থাকলে
বড্ডো ভালো হতো- –
চুপিসারে কানে কানে নিতেম জেনে
কাকে আমি ভালোবাসবো–
যে আমাকে ভালোবাসে — তাকে?
নাকি ——
আমি যাকে ভালোবাসি তবু
আমাকে যে ঘৃণা করে
—– তাকে?)

যদিও ঈশ্বরের অস্তিত্ব —
নয় কোনো প্রমাণিত সত‍্য
তবু তুমি কল্পনাতেই শুধু আছো–
আছো শুধু কিছু মানুষের মজ্জাগত বিশ্বাস-মননে
তোমাকে বন্দনা করে
হয়তো কিছু লোক সৎকথা বলে
কিছু লোক শুধুই
তোমার মহিমা-গাঁথা গেয়ে চলে
কিছু মানুষের জীবিকার উপজীব্য হয়ে,
আর অসংখ্য অসহায় নিঃস্ব ব্যর্থ মানুষের
মিথ‍্যে সান্ত্বনার আধার হয়ে–
স্বমহিমায়!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *