নিত্য নৈমিত্তিক ✒️✒️ উত্তম কুমার দাস

নিত্য নৈমিত্তিক
উত্তম কুমার দাস
ভোরের পাখি নিত্য ডাকি
কুহু কুজন সুরে
মিষ্টি সুরে আসা যাওয়া
কোথায় যাবে দূরে।
ঊষাকালে মায়ের ডাকে
পড়তে বসার তাড়া
চলছিল কাল এমন শাসন
চলছে এমন ধারা।
নিত্য ডাকের মায়ার বাঁধন
এমন ডাকাডাকি
পাখির গীতে হয় না সারা
নিত্যকালের ফাঁকি।
আমরা ডাকি এইযে শোনো
কাজটা করো ভাগে
পাখির ডাকে দিনের শুরু
শুরু হওয়ার আগে।
কাজ করিয়ে কাজী সবাই
কাজ ফুরালেই পাজি
গাধা বোঝা বয়েই চলে
নইলে আসে কাজী।
পাখির সুরে পাখির গীতে
নিত্যদিনের বোল
মানব জাতি মিষ্টি মুখে
স্বার্থে বাজায় খোল।
মাঝি গেয়ে আপন সুরে
নৌকা বেয়ে আসে
সন্ধ্যা রবি তুলসী তলায়
পা বিছিয়ে বসে।
পাখির ডাকে নিত্য বাজে
যুগের প্রতিধ্বনি
মানব মনের কলুষতা
স্বার্থে নিয়ে শুনি।
পাখির ডাকে বাজতে থাকে
প্রতিদিনের ধরা
মানব মনের জটিলতা (র)
হয়না বোঝাপড়া।