মানুষ ✒️✒️ স্নেহা আফরোজ সুইটি

মানুষ
স্নেহা আফরোজ সুইটি

আমি মানুষ হতে চাই!
রক্তে মাংসে গড়া মানুষ
দৈনন্দিন কাজ গুলো করতে চাই
সবার মতো করে,
নারী বলে নয়
মানুষ হিসেবে করতে চাই।

আমি মানুষ হতে চাই!
স্বাধীন ভাবে ঘুরে বেড়াতে চাই
পুরো পৃথিবী,
আর গড়তে চাই
সর্গীয় সুখের ফানুষ।

আমি মানুষ হতে চাই!
মানুষের বন্ধু হতে চাই
সকল মানুষের বিপদের সঙ্গী হতে চাই,
আমি মনুষ্য প্রেমিক হয়ে
উড়াতে চাই মানবতার নিশান।

আমি মানুষ হতে চাই!
অন্যায়কে প্রশ্রয় না দিয়ে
লড়তে চাই অন্যায়ের বিরুদ্ধে,
থাকতে চাই সাধারণের পাশে।

আমি মানুষ হতে চাই!
লোক দেখানো মানুষ নয়
নীতিকথা শুনাতে নয়,
নীতিবান হয়ে বাঁচতে চাই
সবার সাথে।

আমি মানুষ হতে চাই!
কোনও পাহাড় বা অরণ্য হয়ে নয়
সমুদ্র বা তৃণভূমি হয়েও নয়,
মানুষের হৃদয়ের শেষ্ট আশ্রয় হয়ে
নিজেকে দেখতে চাই।

আমি মানুষ হতে চাই!
মানুষের বিপদে আপদে
পাশে থাকতে চাই,
যতোই আঘাত পাই
যতোই ব্যথিত হই না কেনো!
আমি মানুষের পাশে থাকতে চাই।

আমি মানুষ হতে চাই!
কষ্ট পাহাড়ের সমঝোতা করতে চাই
নির্ভরতা,কোমলতা,সরলতা,নীরবতা চাই,
এসো তবে সবাই মিলে
একত্র হয়ে দেশটা সাজাই।

1 thought on “মানুষ ✒️✒️ স্নেহা আফরোজ সুইটি

  1. বেশ সুন্দর লিখেছেনঃ চিন্তার গভীরতায় বিমুগ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *