খোলা চিঠি — বিবেকানন্দ মণ্ডল

খোলা চিঠি

— বিবেকানন্দ মণ্ডল

চিঠির খাম নেই । খোলা চিঠি । পিয়ন কোথায় ? কার নামে লেখা ? চিঠিতে কোন বার্তা আছে ? অথচ সবাই যেন কিসের খবর পেয়েছে দেখছি !

ধানখেত যত্নে তুলে রাখা সবুজ বেনারসির পাট ভেঙে কুচির ভাঁজ গুছিয়ে নিচ্ছে ! পাশে কাঁটাবাবলাগাছ , সেও গুন গুন করতে করতে নাকে হলুদ নথ পড়ছে । ইপ্সিতজন আসার খবর বুঝি ! জলশিরিষ বেছে বেছে গোলাপী , হলুদ ঝুমকো কানের কাছে ধরে ম্যাচিং দেখে নিচ্ছে । সোনাঝুরি তার গয়নার বাক্স থেকে হলুদ সোনার টিকলি গুছিয়ে রাখতে ব্যস্ত । শিউলি যেন মহরা শুরু করেছে , কেমন করে নিবেদন করবে নিজেকে প্রিয়বাহুবন্ধনে ! পরিপাটি গোছগাছ করে আকাশ সাদা মেঘের বিছানা টেনেটুনে সাজিয়ে নিচ্ছে । মাথায় পালক গুঁজে প্রান্তিক কাশবন প্রস্তুত হচ্ছে দেখি মাদলের সাড়া পেয়ে ।পদ্মরাণী আর শালুক সখি দীঘির জলে সাবান মাখে আর হাসতে হাসতে লুটিয়ে পড়ে । পানাফুল চোখে কাজল টানায় ভারি ব্যস্ত ! চিকন চকচকে ডোবা আয়না ধরে দাঁড়িয়ে তার সামনে ।
অধৈর্য্য সখির মতো মাঝে মাঝে ঢেউ তুলে জানাচ্ছে — ‘ নে রে বাবা ! একটু জলদি কর । আমাকেও তো সাজতে হবে !’

নিকুঞ্জ সজ্জা ? নাকি জলসার প্রস্তুতি ? হয়তোবা দুটোই । শুধু গুন গুন গুন গুন গান !

শীতল স্বরে হাওয়া‌ও সবার খোঁজ নিয়ে বেড়াচ্ছে । তার ঘরেও কারো সংবাদ এল বুঝি !

কিসের বার্তা পেল সবাই ? সুর পেল কোন গান ?

প্রকৃতির চোখে চোখ রেখে আমিও স্বাক্ষর হচ্ছি বোধ করি । হৃদয়ে জাগছে কিছু সনাতন লিপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *