#রাত্রিশেষে ——— প্রণতি ঘোষ
#রাত্রিশেষে
——————————————-
প্রণতি ঘোষ
অসুস্থ রাত্রির শেষে এবার ছুটবো উষ্ণ উঠোনের দিকে..
যে উঠোন প্রতীক্ষা করে আছে নিশ্চিত প্রণয় নিয়ে।
সপ্রাণ শূন্যতাগুলো মিলিয়ে গিয়েছে আগ্রহী হাওয়ায়,
সারাটাবেলা উচ্ছ্বল সবুজ ঘাসের গন্ধমদিরতা নম্র লজ্জানত।
ছুটে যাবো আনন্দিত সহজ কণ্ঠে হৃদয় নিলয়ের সম্মুখ..
ঝরাপাতাদের বিদায়ী শেষে রঙিন নীল অভ্যর্থনা আগ্রহী রোদ্দুরের।
অন্ধ কুটিল রাত্রির শেষে প্রভাতফেরির গানে মৌমাছিদের কানাকানি..
পাতার সঙ্গে পাতার পরিচয় অনাবিল আত্মীয়তার প্রীতস্বর।
বৈশাখের অনাসক্ত ধুলোবিহীন দুপুরে আনমনা মেঘের নিমীলতা..
আন্তরিক চেনায় সুখের অশ্রুময় দুঃখের মূর্ত আবির্ভাব বিশুদ্ধ সজল।
উষ্ণতার উঠোনের নিবিড়তার হার্দিক উপাচার এক সম্পন্ন কারুকাজ..
আমি উৎসবের প্রাঙ্গনে এসে দাঁড়াই গাঢ় নির্নিমেষ একাগ্রতার মূর্ত সংগোপনে।
————————————//——————————
#প্রণতি_ঘোষ