আজকাল উত্তর দেয় না কেউ ✒️✒️ অদিতি পাল

আজকাল উত্তর দেয় না কেউ
অদিতি পাল
আজ-কাল বাড়ি থেকে বেরোলেই
বুকটা ঢিপঢিপ করে শ্যামলীর।
চোখের সামনে দেখতে পায় পাহাড়টাকে ফাটিয়ে দিয়ে বড়ো বড়ো পাথরের চাঁই
মারাত্মক ভাবে গড়িয়ে গড়িয়ে
নেমে আসছে নীচের দিকে
আর নিষ্ঠুরভাবে পিষে ফেলছে
পাহাড়টার গায়ে ফুটে থাকা
নাম না জানা ফুলের গাছগুলোকে।
পাথরগুলোর গড়িয়ে পড়ার গুম গুম আওয়াজটা
ওর বুকের মধ্যে ড্রাম পেটাচ্ছে যেন
যে ঝরণাটা একদিন নদী হতে চেয়েছিল
আজ তার বুকের ওপর মস্ত এক পাথর।
সূর্যাস্তের মায়াবী রঙটা দেখলে আজকাল মনে হয়,
মনে হয় কোথায় যেন আগুন লেগেছে
কিছুতেই নেভানো যাচ্ছে না
যতদূর চোখ যায় শুধু আগুন আর আগুন
তারপর আস্তে আস্তে
কালো পোড়া ছাইয়ে ঢেকে যায় চতুর্দিক
টিমটিম করে জ্বলতে থাকা তারাগুলোও
কেমন যেন স্বপ্নের মতো সরে সরে যায়
অনেক রাতে পান্ডুর একফালি চাঁদ
মৃত মুখে বোবা কান্নায় তাকিয়ে থাকে ওর দিকে
অনাদিকাল থেকেই এমন কতো প্রশ্ন
কেউ উত্তর দেয় নি
উত্তর দেয় না কেউ।