আমার একটা কিছু চাই ✒️✒️ মিলি বসাক

আমার একটা কিছু চাই

মিলি বসাক

আমার একটা কিছু চাই
এই পৃথিবীর ভালোবাসার রাজ্যপাটে
হা-করে আছে আমার চাওয়া।
আমি ঘোরতর একা-হেঁটে যেতে যেতে
পথে প্রান্তরে প্রায় আমি একটা কিছু চাই।
সেই চাওয়াতে আকাশটা আমার অনুগত
সাগর জলে ভাসানো স্বপ্নগুলো উথাল-পাতাল
তুমুল স্রোত—
পাহাড়টাও চেরাপুঞ্জির বৃষ্টিতে গা-ভেজা-ভেজা নিরণ্য
মেঘগুলোও মধ্যদুপুরে থোকায় থোকায় জল-ধূসর
সেই উদাস মেঘে লেগে আছে নিরর্গল, কাদের কান্না?
অনেক কিছু চায় তো মানুষ-ভালোবেসে মানুষকেও
স্পর্শে প্রেমে-বিহবলতায়,অনুচ্চারিত অনিদ্রায়
ভালোবাসার স্পর্ধায়,ধর্মান্ধতার ভ্রমে ও ঘৃণায়
আমি সে সব নিয়ে তিলমাত্র ভাবিনি কখনো
বুকের ভিতর গুঁজে রেখেছি কেবল একটি রক্তচাঁদ
যে বিলিয়ে দিতে পারে এদেশ,ওদেশ -স্বর্বদেশ মিলিয়ে
অবারিত জ্যোৎস্না।
আমার তাজা বিস্ফোরিত চোখের সমুদ্র লাফিয়ে লাফিয়ে
হিংস্র করুণ ব্যকুলতার কটাক্ষকে ছিনিয়ে নিয়ে যায় তেপান্তরের পারে।
শিকলে বাঁধা চিতাবাঘের মতো অসহায় দুরত্বে
শরীরের উদ্ধত রজনীগন্ধার গন্ধে-ভিটেমাটির স্বা-ধিকারে
একের পর এক আহত করতলে
প্রজাপতির পাখার মতো কেঁপে কেঁপে আলো-আঁধারিতে সোনালী খামের মোড়ক বলে যায়…..
মানুষ পোড়া এই আগুন চিতায়
আমার একটা কিছু চাই।
সমস্ত পৃথিবীর কবির কবিতা থেকে অশ্রু কুড়িয়ে এনে
নবাগত শিশুর জ্বলজ্বলে চোখের জিজ্ঞাসায় বসিয়ে দিয়ে
একরাশ পুরনো চিঠির মত বিরল মুহূর্ত খেলা করে
আদিম ঔদ্ধত্যের সরলাতায়।
এই পা রাখা মাটির একাগ্র দেহের অস্পষ্ট সৌরভে আরো উৎসুক আরো দৃঢ় দৃষ্টিতে,আমার একটা কিছু চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *