তামাটে অস্ত্র ✒️✒️ গীতশ্রী সিনহা
তামাটে অস্ত্র
গীতশ্রী সিনহা
বধির- বিপন্ন কলমটা গঙ্গা জলে শুদ্ধ করে আনি
লক্ষ্মীছাড়া অবাধ্য- বেচাল বশ মানে না আজকাল
আঁশ গন্ধমাখা পাঁচিল টপকে দুর্গন্ধ খুঁড়ে বেড়ায়
সেকি ! কলমের গায়ে লোম গজিয়েছে !
একদম ঠিক ধরেছো ! হুম হুম শুয়োরের মতো…
না… না… ওকে বাচ্চা বলে ভুল করো না !
বোমা বাঁধার মতো শব্দদুষণ আগুনে ছুঁড়তে শিখেছে
দু’আঙুলের ডগায় নুন তোলার মতো এক চিমটি ছোবল-ই ওর যথেষ্ট !
তোমরা জিভের লাগাম দাও… দেখো, খসে যেন না পড়ে!
ভাঁজ করা মনের ব্যাধি ডি-ভি-সি’র বাঁধে সম্মিলিত গর্জন তোলে,
পণ্য কলম আজ বিপন্ন সভ্যতায়…
অভুক্ত পেটে এক মুঠো ভাতের ক্ষুধায়…
ছেঁড়া রোদ উদ্বাস্তুর মতো অসহায় ন্যাকাবোকা চিরুনি তল্লাসি চালায়, শকুন আর শেয়ালের মুখে চিরকাল এঁটোই লেগে থাকে…
এসব নিয়েই কলমে হাত পড়েছে… একটা জ্যান্ত কবিতা লেখার অপেক্ষায়।
অনেক তো হলো ! পৌরাণিক পদ্য, মেদবতী নাভি ছুঁয়ে পঙ্গু মনের ভাবনার বিলাসিতা …