কবিতা—–অপেক্ষায় কলমে — সোমা ঘোষ

কবিতা—–অপেক্ষায়
কলমে — সোমা ঘোষ

চেয়ে দেখো কবিতারা আজ বিবর্ণ
শব্দ হারিয়েছে অনুভূতিরা ।
প্রদীপের বুক জ্বলছে , একটা ফুঁ এর অপেক্ষায়….
এই বিবর্ণতায় তুমি সবুজ কোথায় পাবে ?

দিন সরে গেছে দিনের প্রতীক্ষায়
এতো আলো আজ আর সহ্য হয় না যে
তাই সব দরজা জানলা বন্ধ করেছি ।
দক্ষিণের দুয়ার , পশ্চিমের সোনালী বারান্দা
পূবের ওই নরম আকাশ ঢালা জানালা টাও
সব………সবটা বন্ধ করেছি।
ঘুলঘুলিটি বন্ধ হয়নি, মনের ভুলে
বারংবার ছুঁয়ে যায় ভোরের ভৈরবী …

ভাঙা দর্পণে প্রতিরূপও খন্ডিত
টুকরো গুলো নেই আর জোড়ার অপেক্ষায় ।
অভিমান যখন মৃত্যুর শীতলতা মাখে
উষ্ণতা হারায় প্রিয় ডাকনাম ।
তবুও নিভে যাওয়া সন্ধ্যায়
‘জুঁই’ আমায় রোজ ডেকে যায় ,
বলে, একবার টি ছুঁয়ে যাও শুধু ,
‘আছি তো’,
আমি ঠায় দাঁড়িয়ে …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *