কথা কিছু কিছু
কথা কিছু কিছু
(১)
শেষ ফোঁটা বৃষ্টি কণা পড়েনি,
মুসাফির ক্লান্ত রুক্ষ ঠোঁটে
ভুলে যাওয়া চুমুর মতো
তেষ্টায় চাতক উদাসীনতা।
(২)
মুখোশের আড়ালে বিষাদ ছাপ
লোভী হয় পরাশ্রয়ী হ্যাংলামি
কাতর করতলে অস্পষ্ট রেখায়
ভাগ্য হারিয়েছে প্লাবনের নিশানা।
(৩)
নিতান্ত জরুরী নয় ফিরে আসা-
মনের অন্ধ কর্ণিকা তবু অপেক্ষায়
বিজয় স্তম্ভ চুরমার প্রচ্ছন্ন যেদিন
সেদিন হেলায় দাগ মুছে দেবো।