সারথী আমি ✒️✒️ মালা মুখোপাধ্যায়
সারথী আমি
মালা মুখোপাধ্যায়
আমি উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে
দূরে —
বহুদূরে—-
নীল আকাশের নিচে কেবলই মনে হয় আকাশ আকাশ বেশে দাঁড়িয়ে আছে সম্মুখে ।
মনকে বলে উঠি
এ এমন নতুন কথা কি?
আকাশের বাড়ি আকাশের ঠাঁয়
হেসে ওঠে বলি
তাই
ওর ভয় নাই ভয় নাই।
কিছুক্ষণ পরে
জানলার ধারে
দাঁড়িয়ে দেখি
কী অসম্ভব সুন্দর মায়াময় তুমি !!
নামলে হেসে আমার চোখে চোখ রেখে।
আমি ছুটে গিয়ে
গলা বাড়িয়ে দেখি
ঐ তো আকাশ এসেছে
নীল সাজে।
পরনে তার নীল সুট।
আমার মুচকি হাসি
দুষ্টুমিতে ভর্তি
বলি কি বৃষ্টি চায় তোমার?
সেই নীল সুটে ঢাকা আকাশ
আমার কাছে এসে আঙুলে আঙুল জড়িয়ে
ফিসফিস করে বলে ,তোমায় নিয়ে যাবো রূপকথার দেশে
পাতালের রাজবাড়িতে
দুটি সিংহাসন রাখা আছে
রাক্ষস খোক্কসের আজ ভারি অসুখ
ওদের নরমাংসে অরুচি ধরেছে
চলো নির্ভয়ে।
কী জানি হঠাৎ কি হলো অন্তরে
শিরদাঁড়া সোজা রেখে
আকাশের আঙুলে আঙুল ছুঁয়ে
বীরদর্পে ঘোষণা করি
সত্যিই বলছো নরমাংসে অরূচি?
যদি এমনটাই হয়
তাহলে
মানুষের বাসভূমি হবে স্বর্গরূপি।
সারা আকাশ ছেয়ে বৃষ্টি নামবে
সুধারসে।
আকাশ রথে ওঠো
সারথী আমি ।
মালা মুখোপাধ্যায়