গল্পটা কিন্তু সত্যি ছিল ✒️✒️ উত্তম কুমার দাস
গল্পটা কিন্তু সত্যি ছিল
উত্তম কুমার দাস
একটা আস্ত পুকুর চুরি গেল তিথিরের ডিম ভাঙার অপেক্ষায়…. বন্ধুত্বের বেশে প্রতিযোগিতার আগাম সংকেত আঘাত করেছিল জীবন্ত পাখির লোকালয়ে…. বিদ্ধ হল মা… ছিন্ন হল তিতিরের শরীর…. ছিটকে পরল তা দেওয়া একটা আগাম মাতৃত্ব…. পুরুষ পাখিটা সারা আকাশ চিঁচিঁ করে উড়েছিল বিপর্যস্ত প্রতিবাদের সরব তীক্ষ্ণতায়….
শেষে অদৃশ্য হলো বিশালতা ছিন্ন করে।
আজ বন্ধু আছে…. বন্ধুত্ব আছে… কিন্তু প্রতিযোগিতা নেই রাতের বিছানায়! প্রতিটা রাত্রি অভিশাপ হয়ে আসে সঙ্গমের মাঝে দন্ডের শিথিলতায়…… প্রতিটা হার! নাকি তিতিরের মৃত্যু!
অদৃশ্য প্রতিবাদ !নাকি চিঁচিঁ শব্দে ঈশ্বরের বিরুদ্ধে শানিত অভিযোগ……
আজ বৃদ্ধ বোঝেন…..
সবটাই মনুষ্যত্বের ব্যর্থ সংবিধান।