😥😥বাবাকে হারিয়ে 😥😥 ✍️✍️ রুমা সিংহ দাঁ পোদ্দার ✍️✍️
😥😥বাবাকে হারিয়ে 😥😥
✍️✍️ রুমা সিংহ দাঁ পোদ্দার ✍️✍️
তোমার কোলে জন্ম নিয়ে
ধন্য এ জীবন।
তুমি নাই পাল্টেছে তাই
বাঁচার ব্যাকরণ।।
তোমার স্নেহডোরে আবর্তিত ছিলো
আমার হাসিখুশী জীবন।
আজ ডানে- বাঁয়ে দেখি
হাতছানি দেয় আবছা মরণ।।
আমোদে আহ্লাদে কেটেছে দিন
তোমার স্নেহছায়ে।
এখন অসহায় জীবন আমার
বিপদ মাঝে দাঁড়ায়ে।।
সব কষ্ট একা সয়ে যাই
বিনিদ্র রাত জাগি।
জানি তুমি ফিরবে না আর
তবু তোমার কথাই ভাবি।।
নিষ্ঠুর মৃত্যু ছিনিয়ে নিলো
তোমাকে মোদের থেকে।
দূর আকাশে স্থির তারা হয়ে
ভাসছো আমার চোখে।।
তুমি হীন মুহূর্ত গুলো সব
অসম্ভব বিষন্নতা।
অসীম দুর্নিবার বেদনায় ভরা
মন চায় নিরবতা।।
চেনামুখ গুলোই অচেনা দেখি
আজ তোমার অবর্তমানে।
অনায়াসেই কষ্ট দেয়
তুমি জাগবে না জেনে।।
সুবিধাভোগী ঐ কালসাপ গুলোকে
যদি একটু চিনিয়ে দিতে….
ওদের বিষেই ওদের বিষিয়ে
পারতাম মনি টা ছিনিয়ে নিতে।।
অগাধ ঘুমে ঘুমিয়েছো তুমি
মৃত্যুর শান্তি ও স্থিরতা নিয়ে।
সব অন্ধকারের মুখোমুখি
দাঁড়াবো আমি তোমার সৈনিক হয়ে।।