শিরোনাম-প্রকৃত মানুষ কলমে-অন্নপূর্ণা দাস।
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2022/03/1606244953_5fbd5a5929366_home-decor.jpg)
শিরোনাম-প্রকৃত মানুষ কলমে-অন্নপূর্ণা দাস।
রচনাকাল-১১-০৬-২০২২ তারিখ-১৩-০৬-২০২২ সকাল থেকে নেটওয়ার্ক কানেকশন নেই, কারন বুঝতে পারে না নীরুপমা, টি. ভি. খুলে খবর দেখলে জানতে পারে হাওড়া নেটওয়ার্ক কানেকশন বন্ধ থাকবে, আজ শনিবার, এইভাবে মোবাইলে ফেসবুক ছাড়া থাকা বড়ো অসহায় লাগে নিজেকে, কি করা, আজকে অনেকেই দেখতে পাবে না, তবুও জানতে ইচ্ছে হয় কেমন আছে তারা? এইভাবে ভাবতে ভাবতে বেলা গড়িয়ে ৩টে বেজে যায়, খবরে শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িকতা মানবতা বিরোধী ঘটনা, যা ভাত,ডাল খাওয়া শান্তিপ্রিয় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে রাজনৈতিক স্বার্থের মানুষ, কষ্ট হয় নীরিহ মানুষের সর্বহারা কান্না, জানিনা মানুষ কবে প্রকৃত মানুষ হবে||