আজ আমার কলমে,,, কিছু এলোমেলো ভাবনা,,,,, কলমে-নিতু চৌধুরী,,,,
আজ আমার কলমে,,,
কিছু এলোমেলো ভাবনা,,,,,
কলমে-নিতু চৌধুরী,,,,
আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসতেই সকাল সকাল চোখ গেলো তার দিকে। ডাকছে আমায়, “তাড়াতাড়ি আপন করে নাও আমায় বন্ধু,নাহলে এ সুখ থেকে বঞ্চিত হয়ে সারাদিনের যতো এনার্জি পাবে কোথায়?” সত্যিই তো ঘুম থেকে উঠে এই দশ-পনেরো মিনিট সময়টা আমার একান্ত আপন।এমন বন্ধু আর কে আছে?”সত্যিই এ স্বাদের ভাগ হবে না”। বন্ধু ,আমার মন খারাপের বিকেল গুলোই তুমি নির্ভর হয়ে পরি কখন নিজের ই অজান্তে।তোমাকে বারেবার চাই, আনন্দ তোমার সাথেই উদযাপন করতে চাই, ভালোলাগার গান, কবিতা শোনার সময়, সেখানেও তোমাকেই চাই। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাতেও তোমাকেই যে চাই। অতিথি আগত দ্বারে, তাড়াহুড়োতে আপ্যায়ন করতে গেলেও সেই তুমি ছাড়া আমি দিশাহারা। সারারাত যখন ঘুম আসেনা, কারণে-অকারণে ঘুম ভেঙে উঠে বসি আমার লেখার খাতাটা নিয়ে, তখন যে তোমাকে ছাড়া ভাবতেই পারিনা। মনের চিলেকোঠার গোপন কুটুরিতে জমা তোমার প্রতি একরাশ ভালোবাসাই আজ বড়ো ভাবাচ্ছে কথাগুলো জানো তো।মনে হচ্ছে হায় রে জীবন, দুটি পাতা একটি কুঁড়ির আধ ফোঁটা যৌবন তরল হলে হয় সে কারোর প্রিয়া।সময় -অসময়ের কারোর কামনা বাসনার আবশ্যক গোপন চাহিদা।কারণ চাহিদাই যে মূল্য বাড়িয়ে তাকে অমূল্য করে তুলেছে।আশ্চর্য লাগে বিধাতার নিদারুণ লিখন দেখে।এটাই যদি তার ভবিতব্য হবে তবে এতো যৌবন দিলে কেন?কখনও গাঢ় বাদামি রঙের সাথে মিষ্টি মধুর হয়ে কারোর ভালোবাসার চুমুর কাঙাল ,আবার কখনও নিকষ কালো তিক্ততা সহ কারোর ভালোবাসার সকাল। কখনও সবুজে সবুজে মন কেমন করা চনমনে যৌবনে অফুরন্ত প্রানের হিল্লোল। ।এতো নেশা, এতো ভালোবাসা তবুও অজানা ভবিষ্যতের নেশায় পাগল।মুহুর্তের এই যে ভালোবাসা ভরা ঠোঁটের ছোঁয়া এই ভবিতব্যের জন্য ই কি অর্ধ ফোঁটা কুঁড়ির দুটি পাতার সাথে দিনগোনা?নাকি নিজেকে বিকিয়ে অন্য কে ভালো রাখার জন্য সীমাহীন ত্যাগ ই মূল্যবান জীবনের একমাত্র সান্ত্বনা।ভোরবেলা আজ তোমাকে নিয়ে কতো কথা যে মনে এলো, কতো প্রশ্ন মনের ঘরে উঁকি দিলো কিন্ত উত্তর পাবো কোথায়?সেতো অজানাই থেকে গেলো।তবুও তুমি থেকো পরম প্রিয় হয়ে আমার বন্ধু হয়ে।তোমার সব স্বাদে আর সব রূপেই মজেছে যে আমার মন, কেন জানো?ভালোবাসি খুব ভালোবাসি তোমায়, বিশ্বাস করো কেউ নেই তোমার মতো এতো আপনার জন। তুমি সত্যিই আমার একান্ত আপন।