মুখরিত ৹৹৹৹৹৹ কলমে : সাহানা

মুখরিত
৹৹৹৹৹৹
কলমে : সাহানা

টেবল ল্যাম্পের হালকা হলুদ আলোটা…
একটুকরো পড়ে আছে খোলা পাতার ওপরে…
লেখার কলম এখনও খোলা
লিখে যাওয়া শব্দগুলো….
সরীসৃপের মত হাঁটতে শুরু করেছে।
বেঁকে চুরে ওরা লেখার পাতায়
সোজা হয়ে দাঁড়িয়ে….
একেবারে সোজা।

আমার কলম নিঃসৃত শব্দের মালা
একে অপরকে জড়িয়ে
প্রকাশিত
ওরা একা নয়….সংঘবদ্ধ অক্ষরের সমষ্টি
ওরা ব্যাকরণ পড়েছে
কিন্তু মেনেছে কিনা কে জানে!

লেখাগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে মনের পাতায় ভেসে উঠল ছবি
ন্যাকড়ার পুতুল, শাড়ি জামা
আলমারি খাট
সব ছোট্ট সেই পুতুলের মাপে
আর আছে
DOLL’S HOUSE
ছোট্ট সবুজ দরজা গোলাপি জানলা
জানলার ফ্রেমে হালকা পর্দা
একটা খালি বাক্সের মত…
ছবিটা মন চুরি করে নিয়ে গেল
শব্দভাণ্ডারে …..

শব্দরা এ অনাচার সইবে কেন!
ওরা সোজা উঠে বসে তাকিয়ে আছে আমার দিকে
কেন? আমাদের নিয়ে এ ভীষণ খেলা তোমার?
জানতে চায়!
টেবল ল্যাম্পের আলো স্তিমিত হয়ে এল!
চোখে বিষাদ! হাত সরল না।
ওদের কী জবাব দেব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *