গীতশ্রী সিনহা । সম্পাদকীয় কলমে ।

সম্পাদকীয়

ধূসর ম্লান হতে চলেছে সম্পর্কে জড়ানো চাদর, ধূলো জমেছে সম্পর্কের গায়ে, সম্পর্কের চিলেকোঠায় গল্প জমে না আজ আর , ভেঙ্গে চুরমার সব ঠুনকো অস্তিত্ব…
ছোট্ট একটা শব্দ… সম্পর্ক, কিন্তু এর অভিঘাত গভীর, নিবিড়। জন্ম নেওয়ার পর থেকেই গড়ে ওঠে নানা সম্পর্ক। মা – বাবা, ভাইবোন, আত্মীয় স্বজন, কতো ধরনের বন্ধুবান্ধব।
প্রতিদিন প্রতিমুহূর্তে আমরা নতুন সম্পর্কে আটকে যাচ্ছি, তাই বুঝি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক।
পরস্পর পরস্পরকে বুঝতে হবে… তবেই সম্পর্ক বলিষ্ঠ স্বাভাবিক হবে।
যেখানেই অবস্থান করি না কেন, সম্পর্ক কে রুগ্ন হতে দেবো না ( একা হতে দেবো না ) ।
সম্পর্ক মানে কিন্তু ভালোবাসা নয় ( প্রেম ) , তার থেকেও অনেক বেশি। পরস্পর পরস্পরের যে-কোন ধরনের অভাব বোধ থেকে টেনে বাইরে নিয়ে আসা, অবশ্যই অলক্ষ্যে।
সম্পর্কে আমরা প্রাণবন্ত উজ্জীবিত থাকি।
সত্যিকারের সম্পর্কে ইতি থাকে না !
সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে… একই আত্মায় বসবাস দুটি ভিন্ন দেহের উপাখ্যান… সম্পর্ক।
সম্পর্কে জড়ানোর জন্য অভিকর্ষ বলের কোনোই দোষ নেই।
সম্পর্ক যদি একটা খেলা হয়, সেখানে দুজনকেই খেলতে হবে এবং জিততে হবে… অর্থাৎ দু’জন দুজনকে জয় করবে।
এক বিন্দু ভালোবাসা আমাদের জীবন কে পাল্টে দিতে পারে।
সত্যিকারের সম্পর্কে কানামাছি ভোঁ ভোঁ… মানে লুকোচুরি খেলা নেই।
এমন কারো সাথে সম্পর্কে জড়ানো উচিত না, যে তোমাকে ছোট চোখে দেখে, সম্পর্ক মানেই শ্রদ্ধা ভালোবাসা এবং তার থেকেও বেশি কিছু।
সম্পর্ক নামক চারাগাছটিকে রোজ লালনপালন করতে হবে। সে তোমাকে ফুলে – ফলে – পাতায় পাতায় সম্পর্কের ছায়ায় আশ্রয় দিয়ে যাবে।
ভালোবাসা নামক সম্পর্ক দেখা যায় না, অনুভব করা যায় শুধুই…
বিশ্বাস হচ্ছে সম্পর্ক নামক চারাগাছের সার।
সম্পর্কের দোষ গুণ সবই কাছে টেনে নিতে হবে, একদিন দোষগুলোও গুণে পরিনত হবে পরস্পরের চোখে।
এসো নিজের সুবিধা না দেখে, সম্পর্কের প্রতি সচেতন হয়ে দূরের মধ্যে দূরত্ব – বোধকে সরিয়ে রাখি। শুধু দু’ আঙুলের ডগায় নুন তোলার মতো এক চিমটি ভালোবাসা… ভাসিয়ে নিয়ে যাক শতাব্দীর হাওয়ায়…

গীতশ্রী সিনহা । সম্পাদকীয় কলমে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *