“অশ্রু ভেজা বাতাসা” ~প্রিন্স মাহমুদ

“অশ্রু ভেজা বাতাসা”
~প্রিন্স মাহমুদ

কামিনীর সুবাসে মিশে স্নিগ্ধ হলো,
বৃষ্টিস্নাত আজকের সকাল।
মা ডাকলেন___
খোকা ওঠ, পড়তে যাবিনা?

মুখ-হাত ধুয়ে এসে__
পড়ার টেবিলে রাখা বাতাসা মুখে পুরতেই
যেন আবেশে মুদে আসে ছেলেটির চোখ।
কয়েকটা বাতাসা হাতের মুঠোয় নিয়ে,
দে ছুট ভেজা রাস্তায়………

পিঠে বই-ব্যাগ,
গন্তব্য মিনতিদির পাঠশালা।

রেললাইনের কাছে কিছু মানুষের জটলা!
থেমে যায় ছেলেটির পথচলা।

ভিড় ঠেলে এগুতেই ধক্ করে ওঠে বুক!
জল-কাদায় নিথর পড়ে আছে মিনতিদি,
কাত হয়ে……….মুখটা থেঁতলানো;
বিবস্ত্র উরুতে চটচটে রক্তের দাগ।

দৃশ্য দেখে শুকিয়ে আসে খোকার মুখ!
হাতে রাখা বাতাসা মুখে পুরে_
বমি আটকাতে চায়, পারেনা… ওয়াক্!!

কলের জলে মুখ ধুতে গিয়ে শুনতে পায়–
‘পাপ বাপেকেও ছাড়েনা;
জানোয়ারগুলোর বিচার একদিন,
ঠিকই নাকি করবেন ভগবান’।

ট্রেন আসার ঘন্টা বাজলো… ঢং ঢং।

জামার হাতায় চোখ মুছতে মুছতে
ছেলেটির মনে পড়ে গেল__
পড়তে গিয়ে বাতাসাগুলো আদর করে
তার মিনতিদি তাকে দিয়েছিল গতকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *