অবহেলিত প্রেম **** ছেড়ে যাওয়ার আগে

******অবহেলিত প্রেম*********
******ছেড়ে যাওয়ার আগে******
(পর্ব-১৩)
কলমে-নর্মদা চৌধুরী (তুলিকা)
সেই ছেলেটি আজও প্রতীক্ষায় আছে সুদিনের,
অপেক্ষায় আছে অবহেলিত সমাজের কোটি কোটি মানুষ;
সন্তানের সাফল্য আর আসেনি,
রাজনীতির ছত্রছায়া যারা চায়নি কখনো,
যারা চায়নি অকারণের নাম-যশ-প্রতিপত্তি।
যারা চেয়েছিল একটা নিরাপদ জীবন,
আজ তাদের বিনিদ্র রাত কাটে রাস্তায়…..
নিঝুম রাতে কুকুরের সাথে তারাও আজ পাহারাদার।
শিক্ষার দেওয়াল ঘেঁসে সচেতন দেশ গড়া যাদের জীবনের একমাত্র তপস্যা।
যারা ইচ্ছেমতো বদলে ফেলতে পারেনি নিজেদের পেশা,
উপযুক্ত সময়ে ঘুষ পৌঁছে দিতে পারেনি,
পারেনি মেরুদন্ড বিক্রি করে একটা মেরুদন্ড কিনতে!
নকল জীবনের ছবির নিচে আসল জীবনকে ঢেকে রাখতে!
তারাই আজকের শিক্ষিত যুবসমাজ।
তাদের কেউ কেউ হয়তো জীবনের যুদ্ধ হেরে বেছে নিয়েছে নিরাপদ মৃত্যু,
কেউ বা স্বপ্নের সমাধিতে গড়ে নিয়েছে অন্যরকম জীবন,
বেঁচে থাকতে হবে তাই জেনেই বেঁচে আছে।
শাসকের হেলদোল নেই,
দায় নেই সমাজের,
দায়বদ্ধ কয়েক মুহূর্ত ………..
এভাবেই কেটে যায় ।
স্লোগান মুখরিত রাজপথ রয়ে যায় ইতিহাস হয়ে,
অকালে ঝরে যাওয়া কোন রাঙাপলাশ-
যেন তার সাক্ষী হয়ে উড়ে যায় আমার তোমার প্রিয় শহরের অলিতেগলিতে;
ধূলো মাখে রাঙা শরীরে।
ভালোবাসারা কত নিখুঁত হয়ে ধরা দেয় নির্ভরতার হাতে!
অনিশ্চিত জীবনের সাথে কেউ বাসা বাঁধতে চাই না;
চাইবেই বা কেন বলো!!
উড়ো কাগজ আর বেকার জীবন যেন এক ছকে বাঁধা ভৌগলিক হিসেবের মতো,
জ্যামিতিক নিয়মে তাকে কোনদিন পারবে না বুঝতে।
।