পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরে এসে–( পর্ব –২)

পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরে এসে–( পর্ব –২)

বাগমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে বামনি ফলস।বারিয়া গ্রামের কাছে। প্রায় 500 মিটার হেঁটে পাহাড়ের নীচে এই জলপ্রপাত।



ঝর্ণায় নামার সময় সবুজ ঝোপঝাড়ের মধ্য দিয়ে যাবার সময় মনে হচ্ছিল জঙ্গল ট্রেকিং করছি। একটু একটু করে নামা আর তীব্র কৌতহল না জানি পরের বাঁকেই কি অপরূপ সৌন্দর্য অপেক্ষা করে আছে।
দুটো ধাপ আছে এ জলপ্রপাতের।
প্রথম ধাপ অব্দি উঠে অনেকেই আর নামতে পারছেননা।ওখানেই বিশ্রাম সাথে ছবি তোলা।
আমরা দমিনি, নামতে থাকলাম।
জলপ্রপাতের কাছাকাছি যেতেই পাথরে জল প্রবাহিত এবং ফাটলের শব্দ যে এক আবেশ তৈরী করে দিল!! সব ক্লান্তি দূর হয়ে গেলো ঝরনার তলদেশে পৌঁছে, যখন দেখলাম পাহাড়ের চূড়া থেকে প্রবাহিত জল সামনে এসে পড়েছে।
একটু সাবধান হতেই হলো, জল পড়ে পাথর পিছল। সে জল চোখে মুখে দিয়ে কি শান্তি!
ওঠার সময় কষ্ট আরো বেশী— তবুও মনে হলো—” যা দেখলাম তা জন্মজন্মান্তরেও ভুলবোনা।

এর পরের গন্তব্য তুর্গা ফলস। অল্প পাহাড়ি সিঁড়ি। কিন্তু সাঙ্ঘাতিক দুর্গম।
ছোট ছোট ১০/১২ বছরের ছেলেরা দাঁড়িয়ে আছে, ওরা সাহায্য করবে ওই ফলসে নামতে ও ওঠাতে মাত্র ২০ টাকার বিনিময়ে।
এতো অল্প চাহিদা আর এতো অল্পতেই মুখে খুশির ঝলকানি বোধহয় এরা বলেই সম্ভব—-
তুর্গা ফলসে পাহাড়ের গা বেয়ে অসম্ভব ক্ষিপ্রতায় জলরাশি নীচে আছড়ে পড়ছে।
এ সৌন্দর্য দেখে ফিরে আসার পথে পেছন থেকে ঝর্নার কলতান যেন বলে ইঠেছিল— ” আবার কিন্তু দেখা হবে”—-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *