থেকে যাই অনন্তকাল … ✍©ডরোথী দাশ বিশ্বাস
থেকে যাই অনন্তকাল …
©ডরোথী দাশ বিশ্বাস
অথচ মেয়াদ চার থেকে পাঁচদিন বড়জোর
নিজের ছায়ার সাথে
নিজের মনের সাথে
মনে হয় থেকে যাই অনন্তকাল অনিবার।
ট্রেকিং রুট ধরে পৌঁছে যেতে চাই তুষারমরুউপত্যকা হিমাচল
কুঞ্জুম পাস ধরে পার হয় উলঝুল মেরিনো মেষের দল
শতদ্রু বুক পেতে ধরে রাখে ট্রাভেলার্স শেড
চেনাব চেনায় সেই প্রাচীন মনাস্ট্রী অবয়ব
স্পিতিনদী পেতে রাখে লাইকেনবেড
ফাগুনের দোল ভুলে চিনে নাও ফাগুলি উৎসব।
দু’পাশে কুড়িয়ে নেওয়া নির্জন সুখ
চমকে চমকে ওঠে হাড় হিম দ্রিমিকি আওয়াজে
সে শব্দে মাথা তোলে মাঠ রুখুশুখ
ঝর্ণার পায়ে জলনূপুর বাজে।
তুষার চিতার চোখ ছুঁয়ে যায় তন্দ্রা দিনমানে
মেঘেদের চলাচলে
কুয়াশার দোলাচলে
মন চলে চুপ আসমানে।
ইমনসন্ধ্যায় তারা সব ঝিকমিক আলো দেয় জ্বেলে
আবছায়া সাথে মায়া কে করবে অনুভব
একা তাকে ফেলে রেখে গেলে?
✍©ডরোথী দাশ বিশ্বাস
০১৷০৫৷২০২২