#অণুগল্প #সহজাত_________মহুয়া_গাঙ্গুলী,,✍️

Lokaal onderzoek doen naar de dieperliggende oorzaken van kinderarbeid in hun productieketen en hiertegen op lokaal niveau maatregelen willen nemen, dit i.c.m. de steengroeves in india

#অণুগল্প

#সহজাত_________মহুয়া_গাঙ্গুলী,,✍️

কথায় কথায় ঋজু আজকাল অভিমানী বড়ো !___
মোমের সঙ্গে থাকে অভিমানের আড়াআড়িতে..
হয়তো কিছুটা বুঝলেও বোঝানো বড়ো কষ্ট,
মোম চায়নি কক্ষণো বড় ঘর বাড়ি.. স্টোনচিপ দেওয়ালের মারামারি, তার ওপড় দোতলা তিনতলা.. উফস্ বড্ড অসুখ ঘিরে বড়ো বড়ো জানালা..পুরোণো ছবিগুলো হারিয়ে নতুনের আবদারি সব দেওয়াল জুড়ে মহামানবের ভিড়…. হারিয়ে ফেলে মনের ডাক ;

সেদিনের সেই হঠকারী সিদ্ধান্তের ছোট্ট একটা ঘর,
অনেক পাতানো চেয়ার… হয়তো ছোট্ট জানলা খুললেই দমফেলা মনগুলোর নিঃশ্বাস বড্ড প্রিয় ছিলো মোমের।
কখনো গান কখনো হট্টমেলা কখনোবা পুণরায় টিনএজ ছোঁয়া বেলাগুলোতে আটকে যাওয়া… কখনোই ইকোনমিক পরিবারের মানে মোমের ডিকশনারিতে ছিলোনা মনে হয়…
ঋজুর মাথায় যে কিচ্ছুই ঢোকেনা..বড্ড নিরেট তন্ত্রে আশপাশ ;

হয়তো একটু একটু করে ক্ষয়ে যাওয়া অতীতগুলো ঐ দোতলার কমিউন্যুটিতে আটকে আজও বারবার বলে…
“কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা
মনে মনে”……..

মোম তো এমনিতেই এমন ;
দুঃখগুলো কে সুখ ভেবে তাদের মধ্যেই বিচরণে সবসময়..কারণ ঐটুকুই মোমের একান্ত নিজের বড্ড কাছের….তা নাহলে পিটুইটারি কেন এক ধাক্কায় চোখদুটো কে নিমেষে ঝাপসা করে দিতে পারে বলোতো আজও…
নিকোটিনে ছারখার সময় দু আঙুলে ধরে রাখতে রাখতে সবটুকু ধোঁয়া হয়ে আজ বাতাসে ভাসে
আর উদাসী হাওয়ায় ভেসে আসে সুরের বৈশাখে ঘাম ছুঁয়ে দুপুরে ……
“দূরে কোথাও দূরে দূরে
আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *