সমাজ সেবা ___ নারায়নী কর্মকার
সমাজ সেবা
নারায়নী কর্মকার
সমাজ সেবাই মহৎ কর্ম
করতে হবে চেষ্টা
সেবার কর্মই পরম ধর্ম
মেটাও মনের তেষ্টা।
ত্যাগ নিষ্ঠা সহকারে
সেবা শুশ্রূষা কর
স্বার্থ ত্যাগের মধ্য দিয়ে
নতুন সমাজ গড়।
দান ধ্যান পুৃণ্য কর্মে
জাগাও মানসিকতা
কল্যাণ মূলক সেবা কর্মে
দেবে সবাই মান্যতা।
তৃপ্ত সেবার আরাধনায়
জাগাও মনের চেতনা
দীপ্ত রূপে বিকাশ ঘটাও
সমাজ সেবার সাধনা।
মানব সেবার মধ্য দিয়ে
গড়বে সমাজ তন্ত্র
ত্যাগ নিষ্ঠা ভক্তি কর্মে
জাগাও প্রেমের মন্ত্র।
স্বাস্হ্য শিক্ষা পরিবেশ
সুরক্ষা করা কর্তব্য
গ্রাম শহরে গড়ে উঠেছে
চিকিৎসারি দাতব্য।
দুর্যোগেরি ক্ষয় ক্ষতিতে
কর ত্রাণকার্য
কর্ম ফলের বাস্তবতায়
আত্মসুখ অনিবার্য।
ছাত্র সমাজ যুব সমাজের
রয়েছে অনেক ভূমিকা
মানব কল্যাণে সমাজসেবা
ঐশ্বরিক শক্তির চালিকা।
সমাজ সেবী সেচ্ছাসেবী
আছে অনেক সংগঠন
কল্যাণ মূলক কর্মসূচিতে
করছে তারা সংযোজন।
নেতা নেত্রীরা করেন সেবা
নিষ্ঠা নেই তাতে
ছল চাতুরীর কুট কৌশলে
গদির লোভে মাতে।
দীন দরিদ্রের সেবায় মাতো
একনিষ্ঠ মনে
আত্মসুখে ছুটতে থাকো
সেবা কর্মের রনে।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
সমাজ সেবা কর
আত্মকেন্দ্রিক কর্মফলে
পূর্ণ সুখ ধরো।