অযোধ্যাপাহাড় / বাণী চন্দ দেব
অযোধ্যাপাহাড় / বাণী চন্দ দেব
🌺🐝🌷🦋🌼🐜🌻🦗🏵️
তোমায় ছুঁতে পাবো বলে রূপসী বাংলায় চড়ে বসলাম,
দেখি তোমার হৃদয় জুড়ে পলাশ বন,
কোকিলের রাগিণী ভেসে আসে ভোরের বাতাসে –
পাতারা ঘিরে দেখে হীরামন, হলুদ বসন্ত, মৌটুসির নাচ।
আগম্তুকদের নিয়ে চাকায় ধুলোর ঝড় তুলে
এইমাত্র ছুটে গেল যে বাহন
তার আঁচড়ে লেখা থাকে
বাঘমুন্ডি, মাঠাবুরু, পাখি, ময়ূর
আরও কত কি পাহাড়ের গল্প।
সূর্য্যোদয়ে যে প্রেম আঁকা হয়
অস্তাচলে তার রং আরও গাঢ় ঘনিয়ে ওঠে,
সব বাঁধ আর হ্রদের জলে আকাশ ছায়া ফেলে,
অজয়, শিলাই, কাঁসাই, রূপনারায়নের মিঠে আলাপে
কুচো মাছের খেলা জমে ওঠে,
নিঘুম রাতের সেলুলয়েডে
তরল জ্যোৎস্নার কাব্য ফুটে ওঠে,
গাছের কোটর ছেড়ে হুতুম প্যাঁচা
ভাঁটফুল মাঠের ওপর দিয়ে উড়ে যায়,
পুটুসের ঝাড় পেরিয়ে বরাভুম স্টেশন
ঝাঁকড়া নিম গাছটায় থোকা থোকা মৌচাক
মৌমাছিরা ঘুমিয়ে কাদা।
🍀☘️🌿🌵🌴🌳🌲🌱