শঙ্খচিল *** গীতশ্রী সিনহা

শঙ্খচিল

গীতশ্রী সিনহা

তুমি বুঝি বিদেশে গেছো
বিদেশ মানে নক্ষত্রের ওপার, ভূমির উল্টোপিঠ, দিগন্ত রেখা,
ওখানে মানুষ যায় , ওড়ে শঙ্খচিল
আমার সংকটের জন্য তোমার ভাবনা ছিল, ছিল অহেতুক উৎকণ্ঠা,
তোমার অনুপস্থিতি দৃশ্য এঁকে দেয় মনে, বন্ধু – প্রিয়জন –
যেমন নদীর হয়, বয়ে যাওয়া হ্রদের হয়, হয় পর্বতের
প্রকৃত দৃশ্যমান হয় -যে আছে মানুষের দূরে, নির্জনতার উন্মুক্ত গভীরে
পরিচিত কেন্দ্রবিন্দুতে ভাষাহীন অমরত্বে বোবা।
তুমি বুঝি বিদেশে গেছো
গেছো দূর ভ্রমণে ,
স্মৃতি জড়ানো মূর্তি, রেখা ও আয়তনের একটি উদাসিন ছবি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *