পাহারাওলা ———– নদী —–
পাহারাওলা
———–
নদী
—–
খুব ছোটবেলায়, রাত নামতো
কাঁথামুড়ি দিয়ে,রহস্যের গল্প হাতে।
সেইসব রাতে জানলার পাশ
দিয়ে হেঁটে যেতো পাহারাওলা।
হাতের পেতল-বাঁধানো লাঠির ডগা
ঠুকতে ঠুকতে একটা,দু’টো করে করে
ঘোষণা করতো প্রহর।
এখন পাহারাওলা আসে না আর।
শেষ প্রহর পেরিয়ে গেলো কি না,
কে বলে দেবে আমাকে?
সময়ের গা বেয়ে গড়িয়ে আসা
তরল বিষ না অমৃত,চুম্বন থেকে দংশনে
গড়িয়ে আসা রক্তিম ধারা আসলে
ভালোবাসা না ঘৃণা কে বলে দেবে
আমাকে?