“কবিতা তোমায়” কলমে— নীরা মিত্র

“কবিতা তোমায়”

কলমে— নীরা মিত্র

দিন মাস বছর পেরিয়ে
আসে কত স্মৃতি,
মনে পড়ে বিশেষ কোন মুহূর্ত
মনের গভীরে যা চির উজ্জ্বল

বেশ অনেক বছর আগের সেই সেদিন…
নিত্য নৈমিত্তিকতার মোড়কে মুড়ে রাখা আর পাঁচটা সাধারণ দিন
জানা ছিল না এই দিনটাই হয়ে যাবে জীবনের মোড় ঘোরার বিশেষ এক দিন…

একটা কবিতা…শুধু একটাই কবিতা…মাত্র কটা শব্দ সাজিয়ে
সাদা পাতায় কালো কালির দ্যোতনা….

কবিতা তো মনের কথা বলে
কিন্তু সেই কবিতাই আবার পথ দেখায়….
নির্ভরতা, ভরসার একটা নিভৃত কোন যখন গড়ে দেয় তখন কবিতা তার নিজ মাধুর্য্যে নিজেই হয় ভাস্বর…

অনেকের কাছে কবিতা এক বিলাসিতা….
সুন্দর কোন মুহূর্ত কে আরও সুন্দর করতে কবিতা যেন অলংকার…
কবিতা আবার প্রেমের
প্রকাশ…
সেই
কবিতা যখন ভরসা,বন্ধন, অবলম্বন….
রূপে তখন সে অনন্যা
চিরন্তন…

সাগরের ঢেউ এসে ভাসায় যখন
জাহাজ মাস্তুল…
বাঁচার জন্য নাবিক খোঁজে
ছোট্টো এক সাহারা…

সংসার সমুদ্রে ভাসতে ভাসতে
কালি কলমের সাহারা যখন
কবিতা হয়ে দেখায় পথের দিশা
জীবন তখন পায় বাঁচার আশা…

কবিতা শুধু বিলাসিতা নয়
কবিতা তো নয় কেবলই প্রেম
কবিতা কখনো বাঁচার ভরসা
জাগায় মনে নতুন আশা…
( কলমে— নীরা মিত্র)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *