ভিক্ষুক ভালোবাসা —- দুলাল কাটারী
ভিক্ষুক ভালোবাসা
দুলাল কাটারী
আমার কাতরতার গভীরতা কতটা হবে
তোমার বিচ্ছেদের পর,
একাকীত্ব কত্ত অভিশপ্ত হবে,তা বুঝতে হলে
কভু কাউকে মন থেকে হৃদয় দিয়ে তো দেখো
ভুলে থাকা কতটা কঠিন!
তোমার হিসাবে জগৎ যদি এমনই ঠকবাজ হয়
কেন তবে প্রেমের ছায়াতে মূহুর্ত কাটিয়ে শীতলতা মাখো!
একটু আমার আলিঙ্গনে এসে তো দেখো অনুভূতির ঘনত্ব কতো!
ক্ষনিক প্রেমের বুকে মাথা খানি রেখে তো দেখো
সে কত্ত নিরুপম,নিষ্পাপ,নিরুত্তর,কোমল,অসহায় শিশুসুলভ।
তুমি প্রেমকে প্রেমের খাঁচায় বন্দী ভাবো!
আমার হৃদয় আঙিনায় একটু মুক্ত আঁচল উড়িয়ে তো দেখো।
ভাবছো আমাকে অথচ স্থান পাচ্ছে না তোমার হৃদয় মন্দিরে,
এ কেমন ভিক্ষা ভালোবাসার ভিক্ষুককে!
দেখছো তবুও না দেখার ভান করে এগিয়ে চলা
চোখ এড়িয়ে চোখের বাইরে যাওয়ার বাহানা সহে না আর।
শীতের পর বসন্ত আসে, কৈশোরের পর যৌবন
দরদ ভরা সুরে অনুভূতিরা নিজেই সাজে নিজের মতন।
কভু পূবালী হাওয়ায় ভাঙা মেঘের কোলে চুল ভাসিয়ে তো দেখো
রাতদিন কত চাতকী ইচ্ছে,ঘাতক স্বপনে বীজ বুনে,গোপনে…