খোঁজ- শান্তশ্রী বাগচী

খোঁজ

– শান্তশ্রী বাগচী

তোমাকে খুজেঁছি আমি
ফিরে পাওয়ার দেশে।
পৌষের কুয়াশা – মাখা ভোরে
কখনো বা বসন্তের পলাশ – রাঙা দুপুরে –
যখন ইষ্টি কুটুম ডাকে
একলা খোয়াইয়ের বুকে।
আবার কখনো নির্জন শালবীথিতে –
যখন নব বসন্তের উতল হাওয়া
দোলা দেয় শালের মঞ্জরীতে।
এইভাবে তোমার খোঁজে পৌঁছে যাই – এক বসন্ত থেকে আরেক বসন্তে….
এক হেমন্ত থেকে আরেক হেমন্তে….
এক ছায়াপথ থেকে অন্য ছায়াপথে ….
– শান্তশ্রী বাগচী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *